Friday November 24, 2017
শেয়ারবাজার
26 November 2015, Thursday
প্রিন্ট করুন
৩ দিন পর ঊর্ধ্বমুখী পুঁজিবাজার
জাস্ট নিউজ -
ঢাকা, ২৬ নভেম্বর (জাস্ট নিউজ) : টানা ৩ দিন পতন শেষে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। আজ দুই স্টক এক্সচেঞ্জেই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তবে গতকালের তুলনায় এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমান কমলেও বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪৮ কোটি টাকার। যা গতকালের তুলনায় ৩৯ কোটি টাকা বা ১০ শতাংশ কম। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৮৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৭৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১০১ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭২৯ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- আল-আরাফাহ ইসলামী ব্যাংক, কাশেম ড্রাইসেলস, সাইফ পাওয়ারটেক, ইফাদ অটোস, স্কয়ার ফার্মা, এএফসি অ্যাগ্রো, ফার কেমিক্যাল, কেডিএস এক্সেসরিজ, অ্যাক্টভি ফাইন এবং রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড।

একইসঙ্গে আজ চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) ৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৭৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ১২০টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

(জাস্ট নিউজ/একে/২৩২২ঘ.)
মতামত দিন
শেয়ারবাজার :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ