Saturday September 23, 2017
শিশু কর্ণার
26 November 2015, Thursday
প্রিন্ট করুন
গাজীপুরে ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
জাস্ট নিউজ -
গাজীপুর, ২৬ নভেম্বর (জাস্ট নিউজ) : গাজীপুরে ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির ব্যবস্থাপনায় দিনব্যাপী এক বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার গাজীপুর সদর উপজেলাধীন নয়নপুরে রোকনুজ্জামান খান দাদাভাই মিলনায়তনে এই বিজ্ঞান মেলার উদ্বোধন করেন অধ্যাপক এম ই এইচ আরিফ।

বিজ্ঞান মেলায় নবম শ্রেণির শিক্ষার্থী আল-ফয়সাল ও  মাহমুদুল হাসান আশিক এর ‘ডিজিটাল সিটি’ প্রজেক্টটি চ্যাম্পিয়ন, দশম শ্রেণির শিক্ষার্থী মোঃ মাহবুবুর রহমান এর ‘ফ্লাড অ্যালার্মিং মেশিন’ প্রথম রানার-আপ এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী  আহনাফ হোসেন এর ‘উইন্ড মিল’ প্রজেক্ট দ্বিতীয় রানার-আপ হয়।

উল্লেখ্য, সোসাইটি পরিচালিত ইকবাল সিদ্দিকী স্কুল এন্ড কলেজ ও কচি-কাঁচা একাডেমীর মোট ৫২ জন শিক্ষার্থী ২৫টি প্রজেক্ট বিজ্ঞান মেলায় প্রদর্শন করে। 
  
(জাস্ট নিউজ/ওটি/১৯৫৮ঘ.)
মতামত দিন
শিশু কর্ণার :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ