Tuesday October 24, 2017
শেয়ারবাজার
22 November 2015, Sunday
প্রিন্ট করুন
দেড় ঘণ্টা পর ডিএসইতে লেনদেন শুরু
জাস্ট নিউজ -
ঢাকা, ২২ নভেম্বর (জাস্ট নিউজ) : কারিগরি ত্রুটির কারণে ঢাকা স্টক এঙচেঞ্জে (ডিএসই) রবিবার নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর দিনের লেনদেন শুরু হয়েছে। ত্রুটি সারানোর পর দুপুর ১২টা থেকে লেনদেন শুরু হয়। সপ্তাহের প্রথম কার্যদিবসে সকাল সাড়ে ১০টায় দিনের লেনদেন শুরুর কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে তা শুরু হয়নি।

জানা যায়, সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর সময় ব্রোকারেজ হাউসগুলো ডিএসইর সার্ভারে লগইন করতে ব্যর্থ হয়। এ অবস্থায় লেনদনে স্থগিত ঘোষণা করা হয়।

এ ছাড়া দেড় ঘণ্টা বিলম্বে লেনদেন শুরু হওয়ায় দুপুর আড়াইটার পরিবর্তে দেড় ঘণ্টা বাড়িয়ে বিকাল ৪টায় দিনের লেনদেন শেষ হবে বলে জানিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।

(জাস্ট নিউজ/কেএসএইচ/এইচও/১২১১ঘ)
মতামত দিন
শেয়ারবাজার :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ