Tuesday October 24, 2017
প্রশাসন
07 July 2015, Tuesday
প্রিন্ট করুন
প্রশাসনে রদবদল
জাস্ট নিউজ -
ঢাকা, ৭ জুলাই (জাস্ট নিউজ) : ঢাকা ওয়াসার ডিএমডি (অতিরিক্ত সচিব) মো. আতাউর রহমানকে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) মোহাম্মদ হাবিবুল কবির চৌধুরী বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব মো. শহিদুল হক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ এসোসিয়েশন ফর ভলান্টারী স্টেরিলাইজেশন (বি.এ.ভি.এস) এর প্রশাসক, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) ড. মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার পরিবেশ অধিদপ্তরের পরিচালক, ঢাকা ওয়াসার সচিব হিসেবে বদলির আদেশাধীন ঢাকা ওয়াসার ডি.এম.ডি, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) মো. নাছির উদ্দিন খান অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব বেগম আনোয়ারা বেগম পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত, খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে বদলির আদেশাধীন মো. মোশাররফ হোসেন পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব, পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুহাম্মদ রুহুল কুদ্দুস স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্ত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে যুগ্মসচিব মো.জামাল হোসাইন ভুমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ( যুগ্মসচিব ) মো. রেজাউল করিম স্থানীয় সরকার  বিভাগের যুগ্মসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) মো. মোস্তাফিজুর রহমান ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন।

(জাস্ট নিউজ/একে/২০১৫ঘ.)

মতামত দিন
প্রশাসন :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ