Thursday November 23, 2017
জাতীয়
14 November 2017, Tuesday
প্রিন্ট করুন
প্রধান বিচারপতির কথিত পদত্যাগপত্র গ্রহণ!
জাস্ট নিউজ -
ঢাকা, ১৪ নভেম্বর (জাস্ট নিউজ) : প্রধান বিচারপতি এসকে সিনহার কথিত পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। মঙ্গলবার প্রেসিডেন্টের প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

জয়নাল আবেদীন বলেন, সংশ্লিষ্ট কাগজপত্রের ফাইল আজই আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়া হবে। এর আগে গত অক্টোবরে বিচারপতি সিনহা ছুটিতে যাওয়ার পর আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব দেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। এখন প্রধান বিচারপতি পদত্যাগ করায় প্রেসিডেন্ট সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুসারে পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানিয়েছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। 

উল্লেখ্য, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীনদের তোপের মুখে এক মাসের বেশি ছুটি নিয়ে গত ১৩ অক্টোবর বিদেশে যান বিচারপতি সিনহা। সেই ছুটি শেষে গত শনিবার তার পদত্যাগপত্র পাওয়ার কথা জানায় বঙ্গভবন।

(জাস্ট নিউজ/ওটি/১১০৫ঘ.)
মতামত দিন
জাতীয় :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ