Thursday November 23, 2017
রংপুরের খবর
13 November 2017, Monday
প্রিন্ট করুন
নওগাঁর সাপাহারে শিশুসহ ১০ রোহিঙ্গা আটক
জাস্ট নিউজ -
নওগাঁ, ১৩ নভেম্বর (জাস্ট নিউজ) : নওগাঁর সীমান্তবর্তী সাপাহার উপজেলার মধুইল বাজার এলাকা থেকে পাঁচ শিশুসহ ১০ রোহিঙ্গাকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়।

এ বিষয়ে নওগাঁর ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খিজির খান জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সাপাহার সীমান্ত এলাকার মধুইল বাজার থেকে একটি যাত্রীবাহী বাস নওগাঁর উদ্দেশে ছেড়ে যাচ্ছিল। এ সময় ওই ১০ রোহিঙ্গা তড়িঘড়ি করে বাসে উঠে পড়ে। স্থানীয় লোকজনের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হলে তাঁরা ওই রোহিঙ্গাদের আটকে রেখে সাপাহার বিজিবিকে খবর দেন। পরে বিজিবি সদস্যরা গিয়ে রোহিঙ্গাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যান।

বিজিবির এই কর্মকর্তা আরো জানান, বর্তমানে ওই রোহিঙ্গাদের খঞ্জনপুর কোম্পানি ক্যাম্পে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা আসলে কোথা থেকে এসেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই রোহিঙ্গারা বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছিল নাকি ভারত থেকে তাদের পুশইন করা হয়েছে, তা-ও জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত হওয়ার পর আটক রোহিঙ্গাদের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে বলে মোহাম্মদ খিজির খান জানান।

(জাস্ট নিউজ/একে/২০১৭ঘ.)

মতামত দিন
রংপুরের খবর :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ