Thursday November 23, 2017
চট্টগ্রামের খবর
10 November 2017, Friday
প্রিন্ট করুন
গুম, নিখোঁজ ব্রিটিশ আমল থেকেই চলছে : আইজিপি
জাস্ট নিউজ -
চাঁদপুর, ১০ নভেম্বর (জাস্ট নিউজ) : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক বলেছেন, নিখোঁজ, গুম, অপহরণ বিষয়গুলো আজকের নয়, এটি ব্রিটিশ আমল থেকেই চলছে। এর জন্য প্যানাল কোড তৈরি হয়েছে। আজকের যেই গুম, নিখোঁজের ঘটনা ঘটছে, তা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আমরা এর জন্য তৎপর রয়েছি।

তিনি শুক্রবার সকালে চাঁদপুর পুলিশ লাইনস্-এ নবনির্মিত ফটক উদ্বোধন ও মুক্তিযুদ্ধের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি সাংবাদিক উৎপল, নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বের ও প্রকাশনা ব্যবসায়ী তানভীর ইয়াসিন নিখোঁজ কিংবা অপহরণ সম্পর্কে বলেন, এই ঘটনার মোটিভ উদ্ধারে আমাদের পুলিশ বাহিনী তৎপরতা চালিয়ে যাচ্ছে। এতে আমরা অবশ্যই সাফল্য পাবো।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান, চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, আইজিপি এ কে এম শহীদুল হক ২ দিনের সফরের আজ প্রথম দিনে জেলা পুলিশ লাইনসে নতুন আঙ্গিকে নির্মাণাধীন মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন, পুলিশ লাইনের নবনির্মিত দৃষ্টিনন্দন ফটক (গেইট) উদ্বোধন। পরদিন শনিবার সকাল ১১টায় চাঁদপুর হাসান আলী হাইস্কুল মাঠে কমিউনিটি পুলিশিং সমাবেশ, দুপুর আড়াইটায় চাঁদপুর মডেল থানার নতুন ভবনের উদ্বোধনসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন।

(জাস্ট নিউজ/প্রতিনিধি/একে/১৮৪০ঘ.)

মতামত দিন
চট্টগ্রামের খবর :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ