Thursday November 23, 2017
ক্যাম্পাস
06 November 2017, Monday
প্রিন্ট করুন
শাবি শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ
জাস্ট নিউজ -
ঢাকা, ৬ নভেম্বর (জাস্ট নিউজ) : ক্রমাগত ছিনতাইয়ের প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিক থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এতে রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হলে শ্রমিকরা চড়াও হয়ে ওঠেন।

শিক্ষার্থীদের অভিযোগ, গত এক মাসের ব্যবধানে সিলেট নগরীর সুবিধবাজার, মিরের ময়দান, হাউজিং স্টেট, মদিনা মার্কেটসহ বিভিন্ন জায়গায় অন্তত ৫০টির বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে অধিকাংশই শাবি শিক্ষার্থী।

তারা আরোও অভিযোগ করে বলেন, গত ৩০ অক্টোবর একটি অভিযোগপত্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর দেয়া হলেও দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।

(জাস্ট নিউজ/জেআর/১৫১০ঘ.)
মতামত দিন
ক্যাম্পাস :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ