Monday November 20, 2017
বিনোদন
05 November 2017, Sunday
প্রিন্ট করুন
সালমান ডাকলেই যাবেন জোয়া
জাস্ট নিউজ -
ঢাকা, ৫ নভেম্বর (জাস্ট নিউজ) : সালমান খান ব্যক্তিগতভাবে ডাকলেই রিয়েলিটি শো বিগ বসে অংশ নেবেন বলিউড অভিনেত্রী জোয়া আফরোজ।

মুম্বাইয়ে শুক্রবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে একথা জানান সালমানের সাথে একসময় শিশুশিল্পী হিসেবে অভিনয় করা এই 'সেনসেশনাল’ তারকা।

জোয়া বলেন, আমি সালমানের সঙ্গে কাজ করেছি। ও এই পৃথিবীর সবচেয়ে মিষ্টি মানুষ। ও কিছু বললে কেউ আপত্তি করতে পারে না। আমাকেও যদি বিগ বসে যাওয়ার জন্য ব্যক্তিগতভাবে ডাকে, আমি যাব।’

বিগ বস-এ জোয়ার যোগদান নিয়ে বেশ কিছু দিন ধরে জল্পনা চলছে। এবার অভিনেত্রী সেই প্রশ্নেরই উত্তর দিলেন বলে জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়।

ভব্যিষত কাজের প্রসঙ্গে জোয়া জানান, শিগগিরই কিছু একটা কাজ দেখতে পাবেন। তাড়াতাড়িই জানাব সে বিষয়ে।

আর কয়েক মাসের মধ্যেই দক্ষিণী একটি ছবির শুটিং শুরু করবেন বলেও জানান তিনি।

হুম সাত সাত হেইন সিনেমায় ১৯৯৯ সালে শিশুশিল্পী হিসেবে দেখা গিয়েছিল জোয়াকে। ওই সিনেমায় সালমানের সাথে অংশ নিয়েছিলেন তিনি। সর্বশেষ চলতি বছরে মুক্তি পায় তার সিনেমা সোয়েতি ওয়েডস এনআরআই।

(জাস্ট নিউজ/জেআর/২০৪৫ঘ.)
মতামত দিন
বিনোদন :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ