Monday November 20, 2017
বিনোদন
05 November 2017, Sunday
প্রিন্ট করুন
বাইক রেসে আহত শাহরুখ কন্যা
জাস্ট নিউজ -
নয়াদিল্লি, ৫ নভেম্বর (জাস্ট নিউজ) : মা গৌরীর সঙ্গে বাবা শাহরুখ খানের বার্থ ডে পার্টির সেলিব্রেশন প্ল্যান করেছিলেন মেয়ে সুহানা খান।

পার্টির দিন অবশ্য সব কিছু ভালোভাবে আয়োজনের জন্য গৌরী ও সুহানা শাহরুখের আগেই পৌঁছেছিল আলিবাগের নিজস্ব বাংলোয়। পরে সেখানে কিং খানের বার্থ ডে সেলিব্রেট করতে পৌঁছায় আমন্ত্রিত অতিথিরা।

উপস্থিত ছিল সুহানার বন্ধু-বান্ধবরাও। পার্টিতে পৌঁছান কিং খানের বড় ছেলে আরিয়ানও। খাওয়া-দাওয়ার পাশাপাশি পার্টির দিন তিনটি বাইক নিয়ে অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়েন শাহরুখসহ বেশ কয়েকজন। আর সেখানেই ঘটে বিপত্তি।

জানা গেছে, তিনটি বাইকের একটিতে শাহরুখের পেছনে বসেছিলেন দীপিকা, অন্যটিতে সিদ্ধার্থের সঙ্গে ছিলেন আলিয়া, আর আরেকটিতে ভাই আরিয়ানের সঙ্গে ছিল সুহানা।

দুর্ঘটনাবশত আরিয়ানের বাইক ব্যালেন্স হারালে পড়ে যায় সুহানা। তার পায়ে চোট লাগে। দ্রুত শাহরুখ অবশ্য বরফ এনে সুহানার পায়ে ঘষতে থাকেন। তবে চোট লাগলেও সুহানার পা ভাঙেনি বলেই জানা গেছে।

এর মধ্যেই আলিবাগের পার্টি শেষে শুক্রবার মুম্বাইয়ে ফিরেছে গোটা খান পরিবার।

(জাস্ট নিউজ/ওটি/১৫৩৩ঘ.)মতামত দিন
বিনোদন :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ