Monday November 20, 2017
বিনোদন
04 November 2017, Saturday
প্রিন্ট করুন
অবশেষে বিয়ে করতে রাজি হলেন কপিল শর্মা
জাস্ট নিউজ -
ঢাকা, ৪ নভেম্বর (জাস্ট নিউজ) : বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতের জনপ্রিয় কমেডিয়ান-অভিনেতা কপিল শর্মা। আগামী বছরের শুরুতে প্রেমিকা গিনি চাতরাথের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি।
 
এ প্রসঙ্গে কপিলের একটি ঘনিষ্ঠসূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘দুই পরিবারের পক্ষ থেকে অনেক চাপ দেয়া হচ্ছে। গিনির পরিবার চাইছেন এ জুটির সম্পর্কটির আনুষ্ঠানিক পরিণতি হোক। কপিলের মা বিয়ে করার জন্য ছেলেকে জোর দিচ্ছেন, কারণ গিনিকে তিনি অনেক পছন্দ করেন এবং তার সঙ্গে সম্পর্কটাও বেশ ভালো। গিনি প্রতিজ্ঞা করেছিলেন, কপিল নিজেকে শুধরে নেয়ার পরই তাকে বিয়ে করবেন। এখন মদ, নেশা থেকে দূরে রয়েছেন কপিল। তার মনের অবস্থাও ভালো। তাই এখন কপিল বিয়ে করার জন্য মনস্থির করেছেন।’
 
উল্লেখ্য, ‘ফিরাঙ্গি’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন কপিল শর্মা। এটি তার অভিনীত দ্বিতীয় ছবি।

(জাস্ট নিউজ/জেআর/১০২৫ঘ.)
মতামত দিন
বিনোদন :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ