Saturday November 18, 2017
বিনোদন
23 October 2017, Monday
প্রিন্ট করুন
পাইরেসির শিকার 'গোলমাল এগেইন'
জাস্ট নিউজ -
ঢাকা, ২৩ অক্টোবর (জাস্ট নিউজ) : অনলাইনে আজ পর্যন্ত প্রায় বহু ছবি ফাঁস হতে দেখা গেছে। কিছুদিন আগেই ‘নিউটন’ ছবিটি পাইরেসির শিকার হয়েছিল। এবার সেই তালিকায় নাম উঠে গেল ‘গোলমাল এগেইন’ ছবির নাম।

গোলমাল সিরিজের প্রায় সব কটি ছবিই বক্স অফিসে হিট করেছিল। সেরকমই রমরমিয়ে চলছিল এই সিরিজটিও। প্রথম দিনেই প্রায় ৩০ কোটি টাকার ব্যবসা করেছিল ‘গোলমাল এগেইন’। কিন্তু হটাত এরকম পাইরেসির শিকার হওয়ায় মুখ থুবড়ে পড়েছে ছবিটি।

ব্যবসায় খুবই ক্ষতি হবে বলেই আশা করছেন ছবির ফুল টিম। গত ২০ অক্টোবর মুক্তি পায় অজয় দেবগণ, কুণাল খেমু, তুষার কাপুর, আরশাদ ওয়ার্সি, শ্রেয়াস তালপাড়ে, পরিণীতি চোপড়া, টাব্বু অভিনীত ‘গোলমাল এগেইন’।

(জাস্ট নিউজ/জেআর/১০১০ঘ.)
মতামত দিন
বিনোদন :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ