Saturday November 18, 2017
বিনোদন
18 October 2017, Wednesday
প্রিন্ট করুন
টাইগার জিন্দা হ্যায় ছবির পোস্টার প্রকাশ
জাস্ট নিউজ -
নয়াদিল্লি, ১৮ অক্টোবর (জাস্ট নিউজ) : দিওয়ালি উপলক্ষে বলিউড সুপারস্টার সালমান খান তার ভক্তদের জন্য উপহার দিয়েছেন; আর তা হল তার পরবর্তী ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার পোস্টার।

বুধবার সকালে সালমান খান মাইক্রোব্লগিং সাইট টুইটারে বহুল প্রতীক্ষিত এই সিনেমার পোস্টার ভক্তদের জন্য শেয়ার করেন।

সিনেমার পরিচালক আলী আব্বাস জাফর। এটি মূলত ‘এক থা টাইগার’ সিনেমা সিক্যুয়াল।

‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমায় সালমান খানের বিপরীতে দেখা যাবে তার সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফকে। ‘এক থা টাইগার’  সিনেমাতেও নায়িকা হিসেবে ছিলেন ক্যাট।

সালমান খান অভিনীত সর্বশেষ সিনেমা ‘টিউবলাইট’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ফলে ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমা ভাইজানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রিয়া ও মরক্কোয় এই সিনেমার শুটিং হয়। আসছে ২২ ডিসেম্বর মুক্তি পাবে এই সিনেমা।

(জাস্ট নিউজ/ওটি/১৫০৫ঘ.)


মতামত দিন
বিনোদন :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ