Saturday October 21, 2017
বহিঃবিশ্ব
13 October 2017, Friday
প্রিন্ট করুন
রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আলোচনা অব্যাহত: সু চি
জাস্ট নিউজ -
নেপিদ, ১৩ অক্টোবর (জাস্ট নিউজ) : মিয়ানমারের রাখাইন রাজ্যে অব্যাহত গণহত্যা ও সহিংসতায় বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আলোচনা চলছে বলে জানিয়েছেন মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি। রাষ্ট্রীয় টেলিভিশনে এক বক্তব্যে তিনি এ কথা জানান।

তবে কী পদ্ধতিতে তাদের ফেরত নেওয়া হবে এ বিষয়ে সু চি কোনো সদুত্তর দেননি। যদিও রোহিঙ্গা ফেরাতে ১৯৯২ সালের ঘোষণাকে ভিত্তি করার কথা ইতোপূর্বে বলেছে সু চির দফতর, পাশাপাশি যাচাই করার কথাও বলা হয়েছে।

এদিকে রাখাইন রাজ্যে রোহিঙ্গা নিধন এখনো চলমান বলে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে এসেছে। এছাড়া এখনো এক লাখের বেশি মানুষ বাংলাদেশে আশ্রয় নিতে আসার অপেক্ষায় বলেও উল্লেখ করেছে আন্তর্জাতিক সংস্থাগুলো।

(জাস্ট নিউজ/ওটি/১১৩১ঘ.)

মতামত দিন
বহিঃবিশ্ব :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ