Monday October 23, 2017
বিনোদন
12 October 2017, Thursday
প্রিন্ট করুন
ফের ঘর ভাঙল শ্রাবন্তীর!
জাস্ট নিউজ -
ঢাকা, ১২ অক্টোবর (জাস্ট নিউজ) : সুপার মডেল কৃষেণ ব্রজের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেল টালিগঞ্জের মিষ্টি মেয়ে শ্রাবন্তীর। খবর এই সময়ের।

দীর্ঘদিন প্রেমের পর কয়েক মাস আগেই  কৃষেণ ব্রজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। কিন্তু শ্রাবন্তীর এ সংসারও টিকল না।

এর আগে পরিচালক রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এ নায়িকা। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, দুজনে মিলেই এ সিদ্ধান্ত নিয়েছি।

শ্রাবন্তী বলেন,  মানসিক চাপ নিয়ে নিজের ক্ষতি করতে পারব না। কারণ আমার ছেলে, বাবা-মা সব সময় আমাকে আগলে রাখে। মাঝে মাঝে ভাবি এত ভালোবেসেও আমি ভালোবাসা পেলাম না। তারপর ভাবি বাইরের লোক যাই বলুক আমি তো জানি কেন ওর সঙ্গে সংসার করতে পারলাম না।

শ্রাবন্তী বলেন, আমি খুবই আবেগপ্রবণ। সংসার করতে ভালোবাসি। কিন্তু এখন মনে হয়, শুধু বর থাকলেই সংসার হয় না। বাবা-মা, ছেলেকে নিয়েও সংসার হয়। প্রতিটা মেয়েই চায় সংসার করতে। আমার কপালে যা ছিল তাই হয়েছে।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৭১১ঘ.)

মতামত দিন
বিনোদন :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ