Monday October 23, 2017
রাজনীতি
10 October 2017, Tuesday
প্রিন্ট করুন
নবম সংসদ সদস্যদের নিয়ে নির্বাচনকালীন সর্বদলীয় সরকার চায় বিকল্পধারা
জাস্ট নিউজ -
ঢাকা, ১০ অক্টোবর (জাস্ট নিউজ) : বর্তমান (দশম) সংসদ সদস্যের বেশির ভাগই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে নবম সংসদ সদস্যদের নিয়ে নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের দাবি জানিয়েছে বিকল্পধারা বাংলাদেশ।

মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ শেষে বিকল্পধারার প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা (বি) চৌধুরী সাংবাদিকদের এমন দাবির কথা জানান।

এর আগে বি চৌধুরীর নেতৃত্বে ১৪ সদস্যের এক প্রতিনিধিদল ইসির সঙ্গে সংলাপে অংশ নেয়। সংলাপে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদা।

সংলাপ শেষে বি চৌধুরী জানান, জাতীয় পার্টির চেয়ারম্যানের দেওয়া দশম সংসদে প্রতিনিধিত্বকারী দলের প্রতিনিধিদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব অযৌক্তিক। বর্তমান সংসদকে সত্যিকার অর্থে নির্বাচিত বলা যায় না। কারণ, এই সংসদে অর্ধেকের বেশি বিনা ভোটে নির্বাচিত প্রতিনিধি রয়েছেন।

নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আস্থা আছে কি না জানতে চাইলে বিকল্পধারার প্রেসিডেন্ট বলেন, বর্তমান ইসির জনগণের আস্থা অর্জনের মনোভাব রয়েছে। তারা যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বিশ্বাসযোগ্য মনে হয়েছে।

এ সময় নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তাকে অনিয়ম থেকে বিরত থাকতে নিজ নিজ ধর্মগ্রন্থ নিয়ে প্রকাশ্যে শপথবাক্য পাঠ করানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান বি চৌধুরী।

আজকের সংলাপে ইসিকে নির্বাচনে সেনা মোতায়নসহ ১৩ দফা লিখিত প্রস্তাব দিয়েছে বিকল্পধারা। সেখানে দলটির পক্ষ থেকে বলা হয়, নির্বাচনের এক মাস আগে থেকে সেনাবাহিনীকে শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত করতে হবে। সেনাবাহিনীর সদস্যরা নির্বাচনের দিন ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে। ভোট শেষে ১৫ দিন পর্যন্ত শান্তি-শৃঙ্খলা রক্ষার কাজে সেনাবাহিনী নিয়োজিত থাকবে।

বিকেল ৩টায় ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসি। সাংবিধানিক সংস্থাটির ঘোষিত কর্মপরিকল্পনা নিয়ে এর আগে গত ৩১ জুলাই নাগরিক সমাজের প্রতিনিধি, ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যমের প্রতিনিধি এবং ২৪ আগস্ট থেকে রাজনৈতিক নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করে ইসি।

(জাস্ট নিউজ/ওটি/১৬২৪ঘ.)


মতামত দিন
রাজনীতি :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ