Saturday October 21, 2017
চট্টগ্রামের খবর
10 October 2017, Tuesday
প্রিন্ট করুন
আসামির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
জাস্ট নিউজ -
ব্রাহ্মণবাড়িয়া, ১০ অক্টোবর (জাস্ট নিউজ) : ব্রাহ্মণবাড়িয়ার ওবায়দুর রহমান লিংকন (৩৮) নামে এক যুবকের গুলিবৃদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের দাবি, ওবায়দুর রহমান লিংকন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাইসহ ১৮ মামলা রয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার গজারিয়া নামক স্থান থেকে ওই মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত লিংকন শহরের দক্ষিণ পৈরতলার গোলাম হোসেনের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. নবীর হোসেন জানান, সকালের দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে গজারিয়া নামক স্থানে একটি গুলিবৃদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীরা পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাইসহ ১৮ মামলা রয়েছে বলে জানান ওসি।

(জাস্ট নিউজ/ওটি/১১২৭ঘ.)
মতামত দিন
চট্টগ্রামের খবর :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ