Monday October 23, 2017
জাতীয়
09 October 2017, Monday
প্রিন্ট করুন
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
জাস্ট নিউজ -
ঢাকা, ৯ অক্টোবর (জাস্ট নিউজ) : মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের (২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫টার পর এ ফল প্রকাশিত হয়।

শুক্রবার সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা, শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, জাতীয় মেধাতালিকার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের কাছে এসএমএসের মাধ্যমে ফল পৌঁছে যাবে। এ ছাড়া স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট (http://www.dghs.gov.bd/index.php/bd/) থেকে ফল জানা যাবে।

চলতি বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী মোট ৮০ হাজার ৮১৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪১ হাজার ১৩২ জন। উত্তীর্ণদের মধ্যে সর্বোচ্চ ৯০.৫ নম্বর উঠেছে।

বর্তমানে সরকারি ৩১ মেডিকেল কলেজে আসনসংখ্যা ৩ হাজার ৩১৮ এবং বেসরকারি কলেজের আসনসংখ্যা ৬ হাজার ২৫০।

(জাস্ট নিউজ/একে/১৮৫৯ঘ.)

মতামত দিন
জাতীয় :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ