Sunday October 22, 2017
বিনোদন
03 October 2017, Tuesday
প্রিন্ট করুন
‘দঙ্গল’ ছবির থেকেও বড় ‘সিক্রেট সুপারস্টার’ : আমির খান
জাস্ট নিউজ -
ঢাকা, ৩ অক্টোবর (জাস্ট নিউজ) : বলিউডে আমির খানের মতো ব্যতিক্রমধর্মী চরিত্রে খুব কম অভিনেতাই কাজ করেছেন। ‘দঙ্গল’ সিনেমায় তিনি অভিনয় করেন সাবেক কুস্তিগির আর এক কড়া বাবার ভূমিকায়। এরপর ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমায় তিনি এক অতি আধুনিক সংগীতজ্ঞ। এখন অভিনয় করছেন ‘থাগস অব হিন্দোস্তান’ ছবিতে। ঐতিহাসিক এই ছবিতে যোদ্ধার রূপ নেওয়ার জন্য আমির এবার নাক, কান ফুটো করে হাজির হচ্ছেন। ‘দঙ্গল’ সিনেমার বিশালদেহী আমির আর এখন ‘থাগস অব হিন্দোস্তান’-এ নাকফুল পরা আমিরের মধ্যে বিশাল ফারাক। আমিরের একটির সঙ্গে অন্যটির কোনো মিল নেই। না কাহিনিতে, না আমিরের গেটআপে।

আমিরের নতুন সিনেমা ‘সিক্রেট সুপারস্টার’-এর সঙ্গে ‘দঙ্গল’-এর একটি মিল রয়েছে। দুটি ছবিতেই আছেন জায়রা ওয়াসিম। আগের ছবিতে তিনি আমিরের মেয়ের চরিত্রে অভিনয় করেন। এবার তিনি উঠতি এক গায়িকা। দর্শক দুই সিনেমার মধ্যে মিল খুঁজে বেড়াবেন, এটাই স্বাভাবিক। আমির কিন্তু তার নতুন এই সিনেমাকে ‘দঙ্গল’ থেকে এগিয়ে রাখছেন। সম্প্রতি আইএএনএসকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই তারকা বলেন, ‘আমার কাছে ‘সিক্রেট সুপারস্টার’ আগের ছবি ‘দঙ্গল’ থেকেও বড়।’

(জাস্ট নিউজ/জেআর/১৫২০ঘ.)
মতামত দিন
বিনোদন :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ