Saturday November 18, 2017
নিউইয়র্ক
02 October 2017, Monday
প্রিন্ট করুন
জাতিসংঘ সাধারণ অধিবেশনে আজ প্রধানমন্ত্রীর ভাষণ
বিক্ষোভে উত্তাল জাতিসংঘের সামনের সড়ক
জাস্ট নিউজ -
নিউইয়র্ক, ২২ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : জাতিসংঘের ৭২তম সাধারন অধিবেশন আজ বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬ টায় (বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪ টা) এই ভাষণ দেবার কথা রয়েছে। শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে বেলা বাড়ার সাথে সাথেই বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে জাতিসংঘের সামনের সড়ক।

গণতন্ত্র ও ভোটাধিকার হরণ, গুম, খুন, হত্যা, লুটপাট এবং অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখার অভিযোগে বিক্ষোভ প্রদর্শনে সমবেত হয়েছেন ম্যানহাটন এ অবস্থিত বিশ্বসংস্থার এই দফতরকে ঘিরে।

বিভিন্ন উপদলে ভাগ হয়ে বিক্ষোভে যোগদান করলেও একই মোহনায় সামিল হতে চলেছেন প্রতিবাদী প্রবাসী বাংলাদেশীরা। বিকাল হবার সাথে সাথেই একই রঙের টিশার্ট পরে মিছিল শ্লোগান সহকারে ক্ষোভের জানান দিচ্ছেন তারা। নো মোর হাসিনা, গো ব্যাক হাসিনা, স্টপ কিলিং, সেভ বাংলাদেশ, রিস্টোর ডেমোক্রেসি ইত্যাদি শ্লোগান শোভা পাচ্ছে তাদের বুকে কিংবা বহনকারি প্ল্যাকার্ডে।


(জাস্ট নিউজ/প্রতিনিধি/জিইউ/একে/০২৫২ঘ.)মতামত দিন
নিউইয়র্ক :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ