Tuesday January 24, 2017
জাতীয়
12 January 2017, Thursday
প্রিন্ট করুন
লিটন হত্যার প্রধান আসামি ও সহযোগী গ্রেফতার
জাস্ট নিউজ -
ঢাকা, ১২ জানুয়ারি (জাস্ট নিউজ) : গাইবান্ধা-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম রিটন হত্যার প্রধান সন্দেহভাজনসহ দুজনকে আটকের দাবি করেছে র‌্যাব।
 
আটক প্রধান সন্দেহভাজন হলেন- আশরাফুল ইসলাম। তিনি সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ইউনুস আলীর ছেলে। এছাড়া তার সহযোগী  জহিরুল ইসলামকেও আটক  করা হয়েছে।
 
বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় বলা হয়, বুধবার রাতে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
র‌্যাবের মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমদু খান এই তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, আটকদের গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এরপর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে তোলা হবে।
 
গত ৩১ ডিসেম্বর বিকাল সাড়ে ৫টায় সুন্দরগঞ্জের নিজ বাড়িতে ঘরে ঢুকে এমপি লিটনকে গুলি পালিয়ে যায় দুর্বৃত্তরা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর সাড়ে ৭টায় লিটনের মৃত্যু হয়।

(জাস্ট নিউজ/জেআর/১৪২০ঘ.)


মতামত দিন
জাতীয় :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ