Tuesday January 24, 2017
রাজনীতি
11 January 2017, Wednesday
প্রিন্ট করুন
তিন ভারতীয় চ্যানেলের পক্ষে আইনজীবী নিয়োগ
জাস্ট নিউজ -
ঢাকা, ১১ জানুয়ারি (জাস্ট নিউজ) : বাংলাদেশে ভারতীয় তিন টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে জারিকৃত রুলের ওপর হাইকোর্টে শুনানি চলছে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চে এ শুনানি হচ্ছে।

টিভি চ্যানেলগুলো হচ্ছে- স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা। চ্যানেলগুলোর পক্ষে লড়তে আইনজীবী  নিয়োগ দেওয়া হয়েছে। আদালতে আজ ওই তিন ভারতীয় চ্যানেলের পক্ষে শুনানি করছেন আবদুল মতিন খসরু ও ব্যারিস্টার শামসুর রহমান। রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নিচ্ছেন একলাছ উদ্দিন ভূইয়া।

২০১৪ সালের জুলাই মাসে রোজার ঈদকে সামনে রেখে স্টার জলসায় প্রচারিত ‘বোঝেনা সে বোঝেনা’ সিরিয়ালের পাখি চরিত্রের নামে পোশাক কিনতে না পেরে বাংলাদেশে আত্মহত্যার ঘটনা ঘটে। এ নিয়ে পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী শাহিন আরা লাইলী ওই তিন টিভি চ্যানেল বাংলাদেশে সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন। ওই বছরের ১৯ অক্টোবর হাইকোর্ট রুল জারি করেন। রুলে বাংলাদেশে ভারতীয় তিন টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। গত রোববার ও সোমবার এ রুলের ওপর শুনানি হয়।

(জাস্ট নিউজ/ওটি/১৫০৫ঘ.)
মতামত দিন
রাজনীতি :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ