Tuesday January 24, 2017
খেলার মাঠ
11 January 2017, Wednesday
প্রিন্ট করুন
জাপানে সানজিদারা ২টি ম্যাচ খেলবে
জাস্ট নিউজ -
টোকিও, ১১ জানুয়ারি (জাস্ট নিউজ) : জাপানের ওসাকায় ছোটদের ফুটবল ফেস্টিভেল অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশের নারী ফুটবলারদের যাওয়ার আমন্ত্রণ রয়েছে। আগামী ২৮ ও ২৯ জানুয়ারি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল জাপানে দুইটি ম্যাচ খেলবে বলে জানা গেছে।
 
প্রতিপক্ষ জাপানের অনূর্ধ্ব-১৬ ফুটবল দল। বাংলাদেশের মেয়েরা আগামী ৯-২৩ সেপ্টেম্বর থাইল্যান্ডে এএফসি কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলবে উত্তর কোরিয়া, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড ও লাওস। এই অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ বাছাই পর্ব। বাংলাদেশ থাইল্যান্ডে ভালো করতে চায়। জাপানের পর থাইল্যান্ডেও প্রস্তুতি ম্যাচ খেলতে যেতে পারে  কৃষ্ণা, সানজিদা, মারিয়া, মারজিয়ারা।
 
(জাস্ট নিউজ/ওটি/১১১৪ঘ.)
মতামত দিন
খেলার মাঠ :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ