Tuesday January 24, 2017
জাতীয়
11 January 2017, Wednesday
প্রিন্ট করুন
সাভারে ডাকাতদের সঙ্গে র‍্যাবের গোলাগুলি
জাস্ট নিউজ -
ঢাকা, ১১ জানুয়ারি (জাস্ট নিউজ) : রাজধানীর উপকণ্ঠ সাভার উপজেলার কাউন্দিয়ায় সন্দেহভাজন ডাকাতদের সঙ্গে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) গোলাগুলি হয়েছে। এতে তিনজন আহত হয়েছেন।

বুধবার ভোররাত পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।  র‍্যাবের ভাষ্য, গোলাগুলিতে তাঁদের দুই সদস্য আহত হয়েছেন। তাঁদের রাজধানীর মুগদার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে আহত ডাকাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

র‍্যাব-৩-এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার এসব তথ্য জানিয়েছেন।

(জাস্ট নিউজ/ওটি/১১২৪ঘ.)
মতামত দিন
জাতীয় :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ