Tuesday January 24, 2017
জাতীয়
11 January 2017, Wednesday
প্রিন্ট করুন
শপথ নিলেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানরা
জাস্ট নিউজ -
ঢাকা, ১১ জানুয়ারি (জাস্ট নিউজ) :  জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ পড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় শাপলায় ৫৯ জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান তিনি।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল মনোনীত ২১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন। ভোটের দিন আওয়ামী লীগ ও তাদের বিদ্রোহীরা জেতেন ৩৮ জেলায়। দু’টি জেলায় চেয়ারম্যান ভোট আদালতের আদেশে স্থগিত হয়। তিন পার্বত্য জেলা বাদে ৬১ জেলায় ২৮ ডিসেম্বর জেলা পরিষদে প্রথম ভোট হয়েছিল।

নির্দলীয় নির্বাচন হলেও আওয়ামী লীগ ও সমমনা দলের প্রার্থীরা এতে অংশ নেন; বিএনপি ও জাতীয় পার্টি জেলা ভোটের কঠোর সমালোচনা করে অংশ নেয়নি।

প্রতি জেলায় একজন চেয়ারম্যান, ১৫ জন সাধারণ সদস্যা ও ৫ জন সংরক্ষিত সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

(জাস্ট নিউজ/ওটি/১১২০ঘ.)
মতামত দিন
জাতীয় :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ