Tuesday January 24, 2017
বিনোদন
10 January 2017, Tuesday
প্রিন্ট করুন
প্রিয়াঙ্কার ‘বেওয়াচে’র আরেকটি ট্রেইলার প্রকাশ
জাস্ট নিউজ -
ঢাকা, ১০ জানুয়ারি (জাস্ট নিউজ) : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া গত রোববার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ২০১৭-এর অনুষ্ঠানে সবাইকে জানান দেন, মুক্তি পেতে যাচ্ছে তার চলচ্চিত্র ‘বেওয়াচ’।

জুম টিভির খবরে জানা যায়, গোল্ডেন গ্লোব অনুষ্ঠানের কয়েক ঘণ্টা পরই ইউটিউবে ছাড়া হয় বেওয়াচ’-এর নতুন ট্রেইলার। ছাড়ার পর এ পর্যন্ত ট্রেইলারটি দেখা হয়েছে সাড়ে ৪১ লাখের বেশিবার।

প্রথম ট্রেইলারে প্রিয়াঙ্কাকে কয়েক সেকেন্ডের জন্য একবার দেখা গেলেও এবারের ট্রেইলারে প্রিয়াঙ্কাকে দেখা গেছে বেশ কয়েকবার। তিনি ভিক্টোরিয়া লিডস নামের খল চরিত্রে অভিনয় করেছেন এই ছবিতে। ভিন্ন ভিন্ন পোশাকে, ভিন্ন ভিন্ন সাজে প্রিয়াঙ্কাকে দেখা যাবে এই ‘বেওয়াচে’। প্রিয়াঙ্কা ছাড়াও ছবিতে অভিনয় করেছেন ডোয়াইন জনসন, ড্যানি গার্সিয়া, ইভান রেইটম্যান প্রমুখ।

প্যারামাউন্ট পিকচার্সের এই ছবি মুক্তি পাবে আগামী ২৬ মে।

(জাস্ট নিউজ/জেআর/২৩০৫ঘ.)
মতামত দিন
বিনোদন :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ