Tuesday January 24, 2017
বহিঃবিশ্ব
10 January 2017, Tuesday
প্রিন্ট করুন
বছরে ধূমপানে বিশ্বে খরচ ১ লাখ কোটি ডলার
জাস্ট নিউজ -
নিউইয়র্ক, ১০ জানুয়ারি (জাস্ট নিউজ) : বিশ্বে প্রতিবছর ধূমপানের পিছনে খরচ হয় এক লাখ কোটি ডলারেরও বেশি অর্থ। শিগগিরই ধূমপানের কারণে বছরে মারা যাবে ৮০ লাখ মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউএস ন্যাশনাল ক্যান্সার ইন্সটিটিউট মঙ্গলবার প্রকাশিত তাদের এক গবেষণায় এ কথা বলেছে।

এতে বলা হয়েছে, ধূমপানজনিত মৃত্যু ২০৩০ সাল নাগাদ বছরে প্রায় ৬০ লাখ থেকে ৮০ লাখে দাঁড়াবে। স্বল্প উন্নত ও মধ্যম আয়ের দেশগুলোতে বাস করেন এমন ধূমপায়ীর শতকরা প্রায় ৮০ ভাগ, যদিও বিশ্ব জনসংখ্যার মধ্যে ধূমপানের প্রবণতা কমছে। কিন্তু মোট ধূমপায়ীর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বব্যাপী মৃত্যুর প্রতিরোধযোগ্য সর্বোচ্চ একক ব্যবস্থা হলো ধূমপান। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

(জাস্ট নিউজ/ওটি/১৫৫৮ঘ.)
মতামত দিন
বহিঃবিশ্ব :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ