Tuesday January 24, 2017
জাতীয়
10 January 2017, Tuesday
প্রিন্ট করুন
বেনাপোল সীমান্তে ৮৫ বাংলাদেশি আটক
জাস্ট নিউজ -
যশোর, ১০ জানুয়ারি (জাস্ট নিউজ) : যশোরের বেনাপোল সীমান্ত পথে অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরার সময় ৮৫ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত বেনাপোল সীমান্তের পুটখালী চরের মাঠ ও দৌলতপুর মাঠে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে ২৫ নারী, ৩৬ পুরুষ ও ২৪টি শিশু রয়েছে। তাদের বাড়ি নড়াইল, সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়।

বিজিবি জানায়, সীমান্ত পথে অবৈধভাবে বেশ কয়েকজন নারী, পুরুষ ও শিশু ভারত থেকে দেশে ফিরছিল। খবর পেয়ে ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত এলাকায় পৃথকভাবে অভিযান চালায়। এসময় পুটখালী চরের মাঠ এলাকা থেকে ৫৫ জন ও দৌলতপুর মাঠ থেকে ৩০ জন বাংলাদেশিকে আটক করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে আগেই পাচারকারীরা পালিয়ে যায়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক বাংলানিউজকে জানান, এ ঘটনায় অনুপ্রবেশের অভিযোগে ১১-সি ধারায় মামলা করে আটক সবাইকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

(জাস্ট নিউজ/ওটি/১২০৬ঘ.)
মতামত দিন
জাতীয় :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ