Monday January 23, 2017
জাতীয়
10 January 2017, Tuesday
প্রিন্ট করুন
পাঠ্যবইয়ে ভুল থাকার দায় স্বীকার শিক্ষামন্ত্রীর
জাস্ট নিউজ -
ঢাকা, ১০ জানুয়ারি (জাস্ট নিউজ) : পাঠ্যবইয়ে ভুল থাকার কথা স্বীকার করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় তিনি বলেন, অমার্জনীয় ভুলের ঘটনায় জড়িত প্রত্যেককে শাস্তি দেওয়া হবে। মঙ্গলবার সচিবালয়ে পূর্ব নির্ধারিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ দায় স্বীকার করেন।

কম সময়ে ছাপতে গিয়ে পাঠ্যপুস্তকে ভুল হয়েছে স্বীকার করে নুরুল ইসলাম নাহিদ বলেন, ছোট ছোট ভুল ছাপার মিসটেকের কারণে হতে পারে। কিন্তু বড় বড় ভুল যেমন: কাভার পেইজে বড় অক্ষরে ছাপার শব্দে বানান ভুল, কবিতা বিকৃতি। এগুলো ক্ষমার অযোগ্য।
 
তিনি বলেন, বড় ভুলগুলো কীভাবে সংশোধন করা যায়, তা নিয়ে কাজ করা হচ্ছে। ইতিমধ্যে দু’জনকে ওএসডি করা হয়েছে। জড়িত সবাইকে শাস্তি দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, তদন্ত কমিটির রিপোর্টের পরই সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।

প্রসঙ্গত, চলতি শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিকের কয়েকটি বইয়ের ভুলত্রুটি নিয়ে ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে বইছে সমালোচনার ঝড়।
 
(জাস্ট নিউজ/ওটি/১২৪১ঘ.)
মতামত দিন
জাতীয় :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ