Saturday January 21, 2017
জাতীয়
09 January 2017, Monday
প্রিন্ট করুন
দেশের ৪৯১তম উপজেলা লালমাই
জাস্ট নিউজ -
ঢাকা, ৯ জানুয়ারি (জাস্ট নউজ) : কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৮টি ও লাকসাম উপজেলার একটিসহ ৯টি ইউনিয়ন নিয়ে ‘লালমাই’ নামে একটি নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এটি হবে কুমিল্লার ১৭তম এবং দেশের ৪৯১তম উপজেলা।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুর্নবিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

জানা যায়, জেলার সদর দক্ষিণ উপজেলাকে বিভক্ত করে বাগমারা উত্তর, বাগমারা দক্ষিণ, ভুলুইন উত্তর, ভুলুইন দক্ষিণ, পেরুল উত্তর, পেরুল দক্ষিণ, বেলঘর উত্তর, বেলঘর দক্ষিণ ও লাকসাম উপজেলার বাকই উত্তর ইউনিয়ন নিয়ে নতুন এ উপজেলা গঠিত হতে যাচ্ছে। নতুন এ উপজেলার মোট জনসংখ্যা হবে ২ লাখ ১৯ হাজার ৩২ জন এবং এর আয়তন হবে ১৪৭ দশমিক ০৩ বর্গ কিলোমিটার। অনুমোদিত লালমাই উপজেলা সদর হবে জয়নগর এলাকায়। এদিকে নতুন এ উপজেলা গঠনের প্রস্তাব নিকারের সভায় অনুমোদনের খবরে ওই এলাকায় ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। 

(জাস্ট নিউজ/ওটি/১১০৯ঘ.)
মতামত দিন
জাতীয় :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ