Tuesday January 24, 2017
রাজনীতি
09 January 2017, Monday
প্রিন্ট করুন
খারাপ সরকারের অধীনে নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকতে পারেনা : মান্না
জাস্ট নিউজ -
ঢাকা, ৯ জানুয়ারি (জাস্ট নিউজ) : নাগরিক ঐক্যের আহবায়ক সদ্য কারামুক্ত মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার খারাপ হলে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারেনা। সোমবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বন্ধুপ্রতিম সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
 
মাহমুদুর রহমান মান্না বলেন, আমাদের দেশের অতীত অভিজ্ঞতায় বলা যায় এখানে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সরকার খারাপ হলে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারেনা। এধরণের সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথে অন্তরায়। এ সরকার নির্বাচনে অযাচিত হস্তক্ষেপ ও প্রভাব বিস্তার করে থাকে।
 
তিনি আরো বলেন, দেশের জেলখানাগুলোতে অনেকে বিনা বিচারে বছরের পর বছর রয়েছেন। এমনও অনেকে আছেন যারা ২০ বছর ধরে বিনা বিচারে কারাগারে আছেন। এজন্য এই সময়ে যারাই ক্ষমতায় ছিল বা আছে তারাই দায়ী। একটা গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজে এটা চলতে পারেনা।
 
নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ প্রসঙ্গে ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্না বলেন, এটা নিছক ফরমালিটি মাত্র। অতীতে এধরণের সংলাপ সুখকর কোনো ফলে দেয়নি। নিরপেক্ষ কমিশন গঠনের ব্যাপারে আন্তরিকতা দরকার। নির্বাচন কমিশন গঠনে সম্পর্কে যে বিধানের প্রস্তাব এসেছে তার সঙ্গে একমত হওয়া যায়। 
 
নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম এবং সংগঠনের খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানার সমন্বয়ক হাজী মো. ইসমাইল উদ্দিন এসময় উপস্থিত ছিলেন।

(জাস্ট নিউজ/ওটি/১৫৩৫ঘ.)
মতামত দিন
রাজনীতি :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ