Tuesday January 24, 2017
বহিঃবিশ্ব
09 January 2017, Monday
প্রিন্ট করুন
মিশরে ট্রাক বোমা হামলায় ৮ পুলিশ নিহত
জাস্ট নিউজ -
কায়রো, ৯ জানুয়ারি (জাস্ট নিউজ) : মিশরের সিনাই উপদ্বীপে একটি নিরাপত্তা ফাঁড়িতে সোমবার ট্রাক বোমা হামলায় কমপক্ষে আট পুলিশ সদস্য নিহত হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানান, এক আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক ভর্তি একটি ট্রাক নিয়ে উত্তর সিনাইয়ের আল-আরিশ নগরীতে ওই নিরাপত্তা ফাঁড়িতে দ্রুত গতিতে ঢুকে পড়ে এবং পরে বন্দুকধারীরা নিরাপত্তা ফাঁড়িতে গুলি বর্ষণ করে।

সিনাই উপদ্বীপে ইসলামিক স্টেট গ্রুপের মিশরীয় শাখা গত দু’বছরের বেশী সময় ধরে এ ধরনের অনেক হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় আল-আহরাম সংবাদপত্র তাদের ওয়েবসাইটে জানায়, এ হামলায় আরো আটজন আহত হয়।

উল্লেখ্য, ২০১৩ সালে সামরিক বাহিনীর হস্তক্ষেপে কট্টর ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে জিহাদিদের বিভিন্ন হামলায় কয়েকশ’ সৈন্য ও পুলিশ সদস্য নিহত হয়েছে। এসব হামলার অধিকাংশ সিনাই উপদ্বীপে চালানো হয়।

(জাস্ট নিউজ/ওটি/১৭২১ঘ.)
মতামত দিন
বহিঃবিশ্ব :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ