Tuesday January 24, 2017
বহিঃবিশ্ব
09 January 2017, Monday
প্রিন্ট করুন
কাশ্মিরে সন্ত্রাসী হামলায় নিহত ৩
জাস্ট নিউজ -
নয়াদিল্লি, ৯ জানুয়ারি (জাস্ট নিউজ) : জম্মু ও কাশ্মিরের আখনুর জেলায় সন্ত্রাসী হামলায় তিনজন নিহত হয়েছে। সোমবার জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স (জিআরইএফ) ক্যাম্পে এই হামলার ঘটনা ঘটে।
 
এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল সাতটায় এই হামলার ঘটনা ঘটে। ঐ এলাকায় গুলির শব্দ শোনা গেছে। নিরাপত্তা বাহিনীরা এলাকাটি ঘিরে রেখেছিল।
 
ভারতের সীমান্ত এলাকার সড়কের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে জিআরইএফ। খবর: টাইমস অব ইন্ডিয়া।
 
(জাস্ট নিউজ/ওটি/১০২১ঘ.)
মতামত দিন
বহিঃবিশ্ব :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ