Tuesday January 24, 2017
বহিঃবিশ্ব
08 January 2017, Sunday
প্রিন্ট করুন
মেক্সিকোর হোটেলে বন্দুকধারীদের হামলায় নিহত ৪
জাস্ট নিউজ -
মেক্সিকো সিটি, ৮ জানুয়ারি (জাস্ট নিউজ) : মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরীয় উপকূলে একটি হোটেলে বন্দুকধারীদের হামলায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। শনিবার কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

সান জোসে ডেল ক্যাবোর একটি ছোট্ট হোটেলে এই হত্যাকাণ্ড ঘটে। হোটেলটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাস কাবোস এলাকায় অবস্থিত। এলাকাটি বিশেষত আমেরিকান পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়।

বাজা ক্যালিফোর্নিয়া সুর অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, হোটেল কক্ষে তিনজন পুরুষের লাশ পাওয়া গেছে। ওই নারীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এই ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে মেক্সিকোর প্রশান্ত উপকূলীয় এলাকাগুলোতে প্রতিদ্বন্দ্বী মাদক চক্রগুলোর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে।

(জাস্ট নিউজ/ওটি/১৫০২ঘ.)
মতামত দিন
বহিঃবিশ্ব :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ