Sunday January 22, 2017
বহিঃবিশ্ব
08 January 2017, Sunday
প্রিন্ট করুন
ক্যালিফোর্নিয়ায় গুলিতে নিহত ২
জাস্ট নিউজ -
নিউইয়র্ক, ৮ জানুয়ারি (জাস্ট নিউজ) : মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের প্যাসাডিনা শহরে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো আন্তত দুইজন।

শনিবার রাতে প্যাসাডিনা পুলিশের সংবাদ বিবৃতির বরাতে এবিসি নিউজ জানায়, এই অতর্কিত গুলির ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

নিহতদের মধ্যে ২৩ বছর বয়সী এক যুবক রয়েছেন। আর আহত হয়েছেন ৩৮ বছর বয়সী এক নারী, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরো জানানো হয়, ঠিক একই সময়ে ওই সড়কের পাশে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারায়, পুলিশ সেখানে গিয়ে দেখতে পায় একজন গুলিতে নিহত। অন্য আরেকজন আহত হয়েছেন; তাকে নেওয়া হয় হাসপাতালে।
এই দুই ঘটনার সমন্বয় করে দেখছে পুলিশ।

(জাস্ট নিউজ/ওটি/১০০২ঘ.)
মতামত দিন
বহিঃবিশ্ব :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ