Tuesday January 24, 2017
বিনোদন
07 January 2017, Saturday
প্রিন্ট করুন
শুভ জন্মদিন আঁখি আলমগীর!
জাস্ট নিউজ -
ঢাকা, ৭ জানুয়ারি (জাস্ট নিউজ) : আজ শনিবার, ৭ জানুয়ারি। জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীরের জন্মদিন। কিংবদন্তি অভিনেতা আলমগীরের কন্যা আঁখি আলমগীরের জন্মদিন মিডিয়ার কিছু প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে সেলিব্রেট করার ইচ্ছে ছিল। কিন্তু সেখান থেকেও এবার সবিনয়ে সরে দাঁড়ালেন আঁখি।

আঁখি আলমগীর বলেন, ‘ইচ্ছে ছিল এবার কিছু প্রিয় মানুষের সঙ্গে সেলিব্রেট করার। কিন্তু শেষ পর্যন্ত আর করা হচ্ছে না। তবে এবারের জন্মদিনটি একেবারেই নিজের মতো করেই পরিবারের সঙ্গে উদযাপন করবো। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি আমার অবস্থান থেকে মানবতার জন্য কাজ করে যেতে পারি। কারণ আমি মনে করি, শিল্পীর একসময় মৃত্যু হয়, কিন্তু মানবতার বা মনুষ্যত্বের কোনো মৃত্যু নেই।’

স্বনামধন্য অভিনেতা আলমগীর ও গীতিকবি খোশনূরের কন্যা আঁখি আলমগীর মিডিয়ায় পা রাখেন শিশুশিল্পী হিসেবে। ১৯৮৪ সালে ‘ভাত দে’ ছবিতে অভিনয় করে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। তার গানে আবির্ভাব ঘটে প্লেব্যাক দিয়ে। ১৯৯৭ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘প্রথম কলি’। এরপর অসংখ্য জনপ্রিয় গানের মাধ্যমে জয় করে নেন দর্শকদের মন।

(জাস্ট নিউজ/জেআর/১৭৩৫ঘ.)
মতামত দিন
বিনোদন :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ