Sunday January 22, 2017
বিনোদন
06 January 2017, Friday
প্রিন্ট করুন
ঢাকাই চলচ্চিত্রে সানি লিওন!
জাস্ট নিউজ -
ঢাকা, ৬ জানুয়ারি (জাস্ট নিউজ) : এল হাসান পরিচালিত নতুন একটি সিনেমায় অভিনয় করবেন পরী ও রোশান। শোনা যাচ্ছে, ছবিটির একটি আইটেম গানে নাচবেন বলিউড তারকা সানি লিওন। সানি লিওনের গানে কণ্ঠ দিবেন শ্রেয়া ঘোষাল।

সব কিছু ঠিক থাকলে মার্চে সিনেমাটির শুটিং শুরু হবে। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

গত বছর পরী-রোশান অভিনীত ‘রক্ত’ সিনেমাটি প্রশংসা কুড়িয়েছে। সেই সিনেমায় অভিনয়ের সুবাদে নির্মাতা এল হাসানের নজর কাড়েন পরী-রোশান। এবার এই জুটিকে নিয়ে কলকাতায় সিনেমা বানাতে চান এল হাসান।

সিনেমাটিতে রোশানের মায়ের চরিত্রে অভিনয় করতে পারেন বলিউড অভিনেত্রী হেমা মালিনী। এছাড়া ভারত-বাংলাদেশের জনপ্রিয় কয়েকজন অভিনেতা থাকবেন সিনেমাটিতে।

(জাস্ট নিউজ/জেআর/১৭৫৫ঘ.)
মতামত দিন
বিনোদন :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ