Sunday January 22, 2017
বিনোদন
06 January 2017, Friday
প্রিন্ট করুন
চলে গেলেন অভিনেতা ওমপুরি
জাস্ট নিউজ -
ঢাকা, ৬ জানুয়ারি (জাস্ট নিউজ) : বিশিষ্ট বলিউড অভিনেতা ওমপুরি আর নেই। শুক্রবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। পদ্ম শ্রী ওমপুরি অর্ধ সত্য, ধারাভি, মান্ডর মত অনেক সিনেমায় অভিনয় করেছিলেন।

ওমপুরি নিজের সিনেমার সফর শুরু করেছিলেন মারাঠি নাটক নিয়ে একটি সিনেমা দিয়ে, নাম “ঘাসিরাম কোতওয়াল”। ১৯৮০ সালে “আক্রোশ” তাঁর প্রথম হিট সিনেমা। তিনি নিজের হিন্দি সিনেমা ক্যারিয়রে অনেক সফল সিনেমায় দারুণ অভিনয় করেছিলেন। একটি অসিনেমা পরিবার থেকে আসার জন্য তাঁকে অনেক স্ট্রাগেলও করতে হয়েছিল। তিনি হিন্দি সিনেমাতে নিজের দারুণ অভিনয়ের জন্য অনেক পুরষ্কারও পেয়েছিলেন। অশোক পন্ডিত ট্যুইট করে তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন।

ওপুরির এই হঠাৎ মৃত্যুতে বলিউড সিনেমার অনেকটাই ক্ষতি হয়ে গেল।

(জাস্ট নিউজ/ওটি/১০৪৪ঘ.)
মতামত দিন
বিনোদন :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ