Sunday January 22, 2017
বহিঃবিশ্ব
06 January 2017, Friday
প্রিন্ট করুন
তুরস্কে গাড়ি বোমা হামলায় নিহত ৪
জাস্ট নিউজ -
আঙ্কারা, ৬ জানুয়ারি (জাস্ট নিউজ) : তুরস্কে ইজমির শহরে গাড়িবোমা হামলায় ২ হামলাকারীসহ ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১ জন পুলিশ ও ১ জন আদালত কর্মী রয়েছেন। হামলায় অংশ নেওয়া আরেক জঙ্গি পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

তুর্কি প্রশাসন এ হামলার জন্য কুর্দিশ জঙ্গিদের দায়ী করেছে। হামলাকারীরা একটি গাড়ি আদালত চত্বরে পার্ক করে বিস্ফোরণে ঘটায়।এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

গাড়ি বোমা বিস্ফোরণের পর নিরাপত্তাবাহিনীর সঙ্গে হামলাকারীদের গোলাগোলি হয়। এতে দুই হামলাকারী নিহত হন।

২০১৬ সালের অগাস্ট থেকেই আইএস ও কুর্দিশ বিদ্রোহী গ্রুপগুলোকে এলাকা ছাড়া করতে সিরিয়ায় অভিযান পরিচালনা করে তুরস্ক।

এরপর থেকেই তুরস্কের বড় বড় কয়েকটি শহরকে নিশানা বানিয়ে হামলা চালাচ্ছে আইএস ও কুর্দিশ বিদ্রোহী গোষ্ঠি।

গত ১ জানুয়ারি তুরস্কের ইস্তাম্বুলে নাইটক্লাবে গুলি চালিয়ে ৩৯ জনকে হত্যা করে আইএসের এক সদস্য। এই ঘটনার এক সপ্ত্হ পার না হতেই আবারো রক্তাক্ত হলো তুরস্ক।

(জাস্ট নিউজ/ওটি/১০৩৭ঘ.)
মতামত দিন
বহিঃবিশ্ব :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ