Sunday January 22, 2017
বহিঃবিশ্ব
05 January 2017, Thursday
প্রিন্ট করুন
বাগদাদে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৮
জাস্ট নিউজ -
বাগদাদ, ৫ জানুয়ারি (জাস্ট নিউজ) : ইরাকের বাগদাদের একটি শপিংমলের বাইরে গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।

বৃহস্পতিবার এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পুলিশ ও মেডিক্যাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এবিসি নিউজ। নিহতদের মধ্যে দুই পুলিশসহ ছয়জন বেসামরিক মানুষ রয়েছেন।

জানা যায়, বিস্ফোরণ ঘটে পার্কিংয়ে থাকা গাড়ি থেকে। নিহত দুই পুলিশ সেখানে দায়িত্বরত ছিলেন, বাকিরা পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কোনো পক্ষ এ ঘটনার দায় এখনো স্বীকার না করলেও বোম দেখে স্থানীয় পুলিশের ধারণা এটি আইএসের কাজ। তারা গত সপ্তাহেও এমন হামলা চালিয়ে ১০০ জনের মতো মানুষকে হত্যা করেছে।

(জাস্ট নিউজ/ওটি/১৫৫৯ঘ.)
মতামত দিন
বহিঃবিশ্ব :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ