Tuesday January 24, 2017
চট্টগ্রামের খবর
05 January 2017, Thursday
প্রিন্ট করুন
নাসিরনগরে হামলা: 'মূলহোতা' ইউপি চেয়ারম্যান গ্রেফতার
জাস্ট নিউজ -
ব্রাহ্মণবাড়িয়া, ৫ জানুয়ারি (জাস্ট নিউজ) : ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে হামলার সন্দেহভাজন মূলহোতা হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ভাটারা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মফিজ উদ্দিন জানান, দুপুরে রাজধানীর ভাটারা এলাকা থেকে ভাটারা থানা পুলিশের সহায়তায় আতিককে গ্রেফতার করা হয়েছে। এখন তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আনার প্রস্তুতি চলছে।

জানা গেছে, আতিকুর রহমান হরিপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান।

গত ৩০শে অক্টোবর ফেসবুকে প্রকাশিত একটি ছবিকে কেন্দ্র করে নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর এবং মন্দিরে হামলা চালায় একদল লোক। এর কয়েকদিন পর আবার কিছু বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

হরিপুরের ইউপি নির্বাচনে আওয়ামীলীগ থেকে আতিকুর রহমান মনোনীত হয়ে নির্বাচিত হলেও প্রথমে অন্য একজনকে মনোনয়ন দেয়া হয়েছিল, পরে যা বাতিল করা হয়। এই দুজনের মধ্যে দ্বন্দ্বের সুযোগেই ঘটনাটি ঘটেছে বলে পুলিশের প্রতিবেদনে উঠে আসে।

(জাস্ট নিউজ/একে/১৯২৫ঘ.)
মতামত দিন
চট্টগ্রামের খবর :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ