Sunday January 22, 2017
বিনোদন
03 January 2017, Tuesday
প্রিন্ট করুন
বাকরখানি প্রেম
জাস্ট নিউজ -
ঢাকা, ৩ জানুয়ারি (জাস্ট নিউজ) : পুরনো ঢাকার ঐতিহ্যবাহী খাবার বাখরখানির উপর ডকুমেন্টারি বানাতে বিদেশ থেকে বাংলাদেশে আসেন প্রবাসী ফারিয়া। কাজ করতে গিয়ে পরিচয় হয় চারুকলা বিভাগের ছাত্র ও শৌখিন ফটোগ্রাফার শব্দ আহমেদ এর সঙ্গে।
 
ফারিয়ার ডকুমেন্টারির কাজে সাহায্য করতে গিয়ে শব্দ আহমেদ একের পর এক অদ্ভুত ঘটনা ঘটাতে থাকেন। এর ফাঁকে চলতে থাকে বাখরখানি নামকরণের পেছনের গল্প। একদিকে শব্দ আহমেদের পাগলামি অন্যদিকে ফারিয়ার মুগ্ধতা। ডকুমেন্টারির কাজ শেষ হয়ে যায়। ততদিনে প্রেম প্রেম ভাব জমে ওঠে শব্দ আর ফারিয়ার।
 
এভাবেই এগিয়ে গেছে ইফফাত জাহানের গল্প ভাবনা আর জীবন শাহাদাতের পরিচালনায় ‘বাকরখানি প্রেম’ নাটকের গল্প।
 
নাটকে শব্দ আহমেদের চরিত্রে ইরফান সাজ্জাদ ও ফারিয়ার চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া শাহরিন। খুব শিগগিরই নাটকটি  একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।
 
(জাস্ট নিউজ/ওটি/১১১০ঘ.)
মতামত দিন
বিনোদন :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ