Sunday January 22, 2017
বিনোদন
02 January 2017, Monday
প্রিন্ট করুন
ঘোড়ার সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন জ্যাকলিন
জাস্ট নিউজ -
ঢাকা, ২ জানুয়ারি (জাস্ট নিউজ) : বলিউডের হার্টথ্রব অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ বিভিন্ন সময় ঘোড়ায় চড়েন। তার নাকি ভীষন পছন্দ ঘোড়ায় ছড়ার। ঘোড়ায় চড়তে ভীষণ পছন্দ করেন জ্যাকলিন। নিজেকে চাঙ্গা রাখতেই ঘোড়ার সওয়ার হন তিনি।

জ্যাকলিন বলেন, ‘আমি ঘোড়ায় চড়তে ভালোবাসি। যখন বাহরাইনে থাকতাম, তখন প্রায়ই আমি ঘোড়ায় চড়তাম। এরপর যখন আমি শ্রীলঙ্কায় চলে যাই এবং পরবর্তীকালে মুম্বাই চলে আসি, তখন খুব একটা ঘোড়ায় চড়া হতো না। তবে কয়েক মাস ধরে আমি ক্লাবে যাওয়ার জন্য সময় রাখার চেষ্টা করি এবং ঘোড়ায় চড়ি।’

জ্যাকলিন বলেন, ‘যখন আমি মুম্বাই থাকি এবং আমার হাতে সময় থাকে, তখন ভোর ৫টায় ঘুম থেকে উঠি, আর ৬টার দিকে ঘোড়ায় চড়ার চেষ্টা করি। আমি অনেকটা সময় ঘোড়ার সঙ্গে কাটাই। এটি আমার স্বাস্থ্য ঠিক রাখে। কাজের বাইরে এটি আমার অভ্যাসে পরিণত হয়েছে। কাজই তো সবকিছু নয়, তাই না? অন্য ভালো দিকেও নজর দিতে হবে। কোনো ছবিতে ঘোড়ায় চড়ার জন্য আমি সব সময় তৈরি।’

(জাস্ট নিউজ/জেআর/১৭০০ঘ.)
মতামত দিন
বিনোদন :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ