Saturday January 21, 2017
বিনোদন
02 January 2017, Monday
প্রিন্ট করুন
ওজন কমাবেন সালমান খান
জাস্ট নিউজ -
নয়াদিল্লি, ২ জানুয়ারি (জাস্ট নিউজ) : ১৮ কেজি ওজন কমাবেন বলিউড অভিনেতা সালমান খান। নাম ঠিক না হওয়া তার পরবর্তী সিনেমার জন্য ওজন কমাতে হবে বলে ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন সালমান খান।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, এ সিনেমাটি পরিচালনা করছেন রেমো ডি’সুজা। হলিউডের জনপ্রিয় সিনেমা ‘স্টেপ আপ’র  অনুকরণে নির্মিত হচ্ছে এটি। এ সিনেমার জন্য ১৮ কেজি ওজন কমাতে হবে সালমানকে।

এ প্রসঙ্গে সালমান খান বলেন, এই বয়সে বড় একটি চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছি। কারণ সিনেমার জন্য আমাকে প্রায় ১৮ কেজি ওজন কমাতে হবে। ব্যয়ামের খাটনি যেমন আছে, তেমনই আছে খাওয়া দাওয়ারও নিয়ন্ত্রণ।

তিনি আরো বলেন, খুব কষ্ট হচ্ছে। কিন্তু কিছু করার নেই। আমি চাই পর্দায় আমাকে বিশ্বাসযোগ্য দেখাক। না হলে দর্শকের সামনে দাঁড়াব কী করে?‌

এ সিনেমায় ১৩ বছর বয়সী এক মেয়ের বাবার চরিত্রে অভিনয় করবেন সালমান। মেয়েটি ছোটবেলা থেকে নাচের প্রতি আগ্রহী। তার আগ্রহ  ও লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি।

(জাস্ট নিউজ/ওটি/১১১১ঘ.)
মতামত দিন
বিনোদন :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ