Sunday January 22, 2017
বহিঃবিশ্ব
02 January 2017, Monday
প্রিন্ট করুন
ককপিটে মদ্যপ অবস্থায় পাইলট গ্রেফতার
জাস্ট নিউজ -
অটোয়া, ২ জানুয়ারি (জাস্ট নিউজ) : কানাডায় একজন পাইলটকে উড়োজাহাজের ককপিটে মদ্যপ অবস্থায় গ্রেফতার করা হয়েছে। সোমবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি আকাশে ওড়ার কিছুক্ষণ আগে তাকে গ্রেফতার করা হয়। পরে অন্য একজন পাইলটকে ঐ বিমানটি চালিয়ে মেক্সিকো নিয়ে যেতে হয়।

বিবিসি বলছে, এয়ারলাইন কর্মীরা পাইলটের অদ্ভুত আচার আচরণে সন্দেহ করেন। এরপর সে অচেতন হয়ে পড়লে, কর্তৃপক্ষকে খবর দেয়া হয়।

মিরোস্লাভ গ্রোনিচ নামের ঐ ব্যক্তি শ্লোভাকিয়ার নাগরিক বলে জানা যাচ্ছে। গ্রেফতারের  দুই ঘণ্টা পর ৩৭ বছর বয়সী ঐ ব্যক্তির শরীরে বৈধ মাত্রার চেয়ে তিনগুণ বেশি অ্যালকোহলের উপস্থিতি পাওয়া গেছে।

ঐ প্লেনে ১০০ জনের বেশি যাত্রী ছিল। পুলিশের একজন মুখপাত্র পল স্টেসি বলেছেন, খারাপ কিছু ঘটার সব রকম সম্ভাবনা ছিল। তিনি আরো বলেছেন, ঐ পাইলটকে এখন আর কোন ফ্লাইট পরিচালনা করতে দেয়া হবে না।

(জাস্ট নিউজ/ওটি/১০৩৫ঘ.)
মতামত দিন
বহিঃবিশ্ব :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ