Sunday January 22, 2017
বহিঃবিশ্ব
02 January 2017, Monday
প্রিন্ট করুন
ব্রাজিলে বন্দুকধারীর হামলায় নিহত ১১
জাস্ট নিউজ -
ব্রাসিলিয়া, ২ জানুয়ারি (জাস্ট নিউজ) : ব্রাজিলে বন্দুকধারীর হামলায় নিহত ১১দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে নববর্ষে উদযাপনকালে এক বন্দুকধারীর হামলায় তার সাবেক স্ত্রী ও আট বছর বয়সী ছেলেসহ ১১জন নিহত হয়েছেন। এসময় বন্দুকধারী নিজেও মাথায় গুলি করে নিহত হন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩জন।

রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির ক্যাম্পেনিয়াস শহরের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

দেশটির সাও পাওলো রাজ্যের পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে রামিস ডি এরাইউজো (৪৬) নামে এক বন্দুকধারী রাগের মাথায় তার সাবেক স্ত্রী ইসয়্যামারা ফিলিয়ার (৪৬) এবং তাদের ছেলে জোয়াও ভিক্টরকে হত্যা করে। এসময় ছোটাছুটি করতে গিয়ে আরও আটজন নিহত হন।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হামলার সময় বাথরুমে পালিয়ে চারজন প্রাণে বেঁচে যায় বলেও জানান কর্তৃপক্ষ।

(জাস্ট নিউজ/ওটি/১০২৯ঘ.)
মতামত দিন
বহিঃবিশ্ব :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ