Sunday January 22, 2017
বহিঃবিশ্ব
01 January 2017, Sunday
প্রিন্ট করুন
তুরস্কে নাইটক্লাবে হামলায় ৩৫ জন নিহত
জাস্ট নিউজ -
আঙ্কারা, ১ জানুয়ারি (জাস্ট নিউজ) : তুরস্কের প্রধান শহর ইস্তাম্বুলের একটি জনাকীর্ণ নাইটক্লাবে সশস্ত্র সন্ত্রাসী হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ৪০ জন। হতাহতের শঙ্কা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার রাতে  নগরীর বেসিকতাস এলাকার জনপ্রিয় রেইনা নাইটক্লাবে এ হামলা হয়। ইস্তাম্বুলের গভর্নরের বরাত দিয়ে বিবিসি, সিএনএনসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমসমূহ এ খবর দিচ্ছে।

খবরে বলা হয়, দু’জন বন্দুকধারী নাইটক্লাবে হামলা চালিয়েছে। এসময় তাদের বেশ-ভূষা ছিল সান্তা ক্লজের। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের অতিরিক্ত গাড়ি ও বেশ কিছু অ্যাম্বুলেন্স।

ইস্তাম্বুলের গভর্নর বাসিফ শাহীন বলেন, এই বর্বর সন্ত্রাসী হামলায় এখন পর্যন্ত ৩৫ জন নিহত হয়েছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ৪০ জনকে।

ইংরেজি নববর্ষ উদযাপনকে ঘিরে এশিয়া ও ইউরোপ দুই মহাদেশের নগরী বলে খ্যাত ইস্তাম্বুলে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনী। উৎসব উদযাপন নির্বিঘ্ন করতে রাতভর মাঠে আছে ১৭ হাজার পুলিশ সদস্য। এই নিরাপত্তার বলয় ভেঙেই এমন সশস্ত্র হামলা হলো।

(জাস্ট নিউজ/ওটি/০৯৩০ঘ.)
মতামত দিন
বহিঃবিশ্ব :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ