Sunday January 22, 2017
বিনোদন
01 January 2017, Sunday
প্রিন্ট করুন
সাতক্ষীরা মাতালেন জেমস
জাস্ট নিউজ -
সাতক্ষীরা, ১ জানুয়ারি (জাস্ট নিউজ) : মাদক ও জঙ্গিবিরোধী কনসার্টে সাতক্ষীরাবাসীকে মাতিয়ে গেলেন নগর বাউল জেমস। শনিবার  দুপুর  থেকে মধ্যরাত অবধি শত শত শ্রোতা-দর্শক তাঁর গানের মূর্ছনায় হারিয়ে গিয়েছিলেন।

কনসার্টের সমন্বয়ক মীর তাজুল ইসলাম রিপন জানান, কনসার্টে অংশগ্রহণকারী ৩০ জনের হোটেল ভাড়া দেওয়া হয়নি। এ ছাড়া স্টেডিয়াম কর্তৃপক্ষের পাওনা এক লাখ ২০ হাজার টাকাও পরিশোধ করা হয়নি বলেও জানান তিনি।

সাতক্ষীরার পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তিনি বলেন, আমরা জঙ্গি ও মাদকবিরোধী কনসার্টে সহযোগিতা দিয়েছি।

(জাস্ট নিউজ/ওটি/১০৪০ঘ.)
মতামত দিন
বিনোদন :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ