Saturday January 21, 2017
বিনোদন
31 December 2016, Saturday
প্রিন্ট করুন
এবার গোল্ডেন গ্লোবের উপস্থাপনায় প্রিয়াঙ্কা
জাস্ট নিউজ -
ঢাকা, ৩১ ডিসেম্বর (জাস্ট নিউজ) : প্রিয়াঙ্কা চোপড়ার ২০১৬ সালটি বেশ ভালই কাটল। এই বছরে হলিউডে বেশ কয়েকটি কাজ করেছেন এই বলিউড অভিনেত্রী। পাশাপাশি একটি ইংরেজি টিভি সিরিয়াল ‘কোয়ানটিকো’ তে দেখা গেছে প্রিয়াঙ্কাকে। এবার বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীকে ২০১৭ এর ৭৪তম গোল্ডেন গ্লোব পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দেখা যাবে অন্য ভূমিকায়। 

জনপ্রিয় এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হলিউডের নিকোল কিডম্যান, ক্রিস পিন, এডি রেডমেন, ম্যাট ডামনের পাশে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যাবে উপস্থাপনায়। এর আগেও পিপলস চয়েস অ্যাওয়ার্ড অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থাপনায় দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে। ৩৪ বছর বয়সী বলিউডের এই অভিনেত্রী বর্তমানে একটি ইংরেজি টিভি সিরিয়াল ও হলিউডের চলচ্চিত্র ‘বেওয়াচ’ শুট্যিংয়ে ব্যস্ত থাকলেও ৮ জানুয়ারি রেড কারপেটে দেখা যাবে তাকে।

সাবেক এই বিশ্ব সুন্দরী ইতিমধ্যে তার অভিনয়ের ছাপ ফেলেছেন হলিউডে। প্রিয়াঙ্কার অভিনীত হলিউডের ইংরেজি টিভি সিরিয়াল ‘কোয়ানটিকো’ ইতোমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে।

(জাস্ট নিউজ/জেআর/২০৫০ঘ.)
মতামত দিন
বিনোদন :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ