Sunday January 22, 2017
বিনোদন
31 December 2016, Saturday
প্রিন্ট করুন
প্রেমিকের সঙ্গেই সাতপাকে বাঁধা পড়ছেন সোনাক্ষী!
জাস্ট নিউজ -
ঢাকা, ৩১ ডিসেম্বর (জাস্ট নিউজ) : প্রেমিকের সঙ্গেই সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা। খুব শিগগিরই বাগদান হতে যাচ্ছে তাদের।

দীর্ঘ সময় মান অভিমানের পর প্রেমিক বান্টি সাজদেবের সঙ্গে সম্পর্ক ফের জোড়া লেগেছে এ অভিনেত্রীর। দুই জনেই পার্টিতে অংশ নিচ্ছেন, একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। দুই পরিবারের ঘনিষ্ঠরা জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে বাগদান সারবেন বান্টি-সোনাক্ষী। এর আগে চাউর হয় গত আগস্টে সোনাক্ষীকে বিয়ের প্রস্তাব দেন বান্টি। কিন্তু সোনাক্ষী সে খবর গুজব বলে উড়িয়ে দেন।

এবার দু’জনের পরিবারই স্বীকার করেছে, খুব শিগগির সাতপাকে বাঁধা পড়ছেন তারা। ২০১০ সালে সালমান খানের সঙ্গে বলিউড অভিষেকের পর গণমাধ্যমে আলোচিত সোনাক্ষী সিনহা। ২০১২ সাল থেকে বান্টির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তখন থেকেই চলছে এ আলোচনা। এর আগে সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্ক ছিল বান্টির।

(জাস্ট নিউজ/জেআর/২০৪৫ঘ.)
মতামত দিন
বিনোদন :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ